লিসেনিং এ ভালো করা তুলনামূলক ভাবে সহজ। ইংরেজি মুভি, গান, সিরিয়াল, ইউটিউব ভিডিও দেখার+শোনার অভ্যাস থাকলে অল্প প্র্যাক্টিস করেই ৭.৫ - ৮ (এমনকি ৯ ও) তোলা সম্ভব।
যাদের অভ্যাস নেই, এখন থেকেই যত পারা যায় উপরোল্লিখিত কাজ গুলো করতে হবে। এইগুলোর পাশাপাশি নিচের স্টেপ গুলো অনুসরণ করলে পরীক্ষায় স্কোর বাড়বে।
- চেষ্টা করতে হবে মনযোগ যেন কোনভাবেই অন্যদিকে না যায়। বাকি ৩ সেকশনের চেয়ে অনেক বেশি একাগ্রতা দরকার এইখানে। কয়েক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হলেই ২-৩ টা প্রশ্ন মিস হয়ে যেতে পারে।
- লিসেনিং সেকশন এ প্রশ্ন শুরু হওয়ার আগে ছোট ইন্ট্রো থাকে, যেখানে ডায়ালগ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়। এই সময়ে পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা পেতে চেষ্টা করুন। কথা বলছে কারা? কোন জায়গায় কনভারসেশন হচ্ছে? কথা বলার টপিক কি?
- এছাড়াও, প্রতিটি সেকশনের আগে সময় দেওয়া হয় প্রশ্ন পড়ার জন্য। এই সময়ে প্রশ্ন পড়ে আগে থেকেই অডিও কেমন (টপিক, সেটিংস) হবে তার ধারনা করা যায়।
- Clue Words গুলোর দিকে খেয়াল করুন। উদাহরণ- however, although, but, beside, and, finally ইত্যাদি। এই শব্দগুলো স্পিকার কি বলবে সেইটা আগেই অনুমান করতে এবং বাক্যের অর্থ বুঝতে সাহায্য করে।
- বিভিন্ন সেকশনের মাঝখানে প্রায়ই রেকর্ডিং এ গ্যাপ থাকে। এই সময়ে পরবর্তী প্রশ্ন গুলোর জন্য প্রস্তুত হতে হবে।
- লিসেনিং পার্টের শেষে ১০ মিনিট সময় দেওয়া হয় উত্তরপত্রে উত্তর লেখার জন্য। সতর্কভাবে লেখতে হবে যাতে বানান ও ব্যাকরণ ঠিক থাকে।
প্র্যাক্টিস-
১। Cambridge IELTS 1-11 (Audio CD)
২। রেজিস্ট্রেশনের পর ব্রিটিশ কাউন্সিল থেকেও নমুনা প্রশ্নের লিঙ্ক দেওয়া হয়। এইগুলা সল্ভ করা ভালো।
যাদের অভ্যাস নেই, এখন থেকেই যত পারা যায় উপরোল্লিখিত কাজ গুলো করতে হবে। এইগুলোর পাশাপাশি নিচের স্টেপ গুলো অনুসরণ করলে পরীক্ষায় স্কোর বাড়বে।
- চেষ্টা করতে হবে মনযোগ যেন কোনভাবেই অন্যদিকে না যায়। বাকি ৩ সেকশনের চেয়ে অনেক বেশি একাগ্রতা দরকার এইখানে। কয়েক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হলেই ২-৩ টা প্রশ্ন মিস হয়ে যেতে পারে।
- লিসেনিং সেকশন এ প্রশ্ন শুরু হওয়ার আগে ছোট ইন্ট্রো থাকে, যেখানে ডায়ালগ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়। এই সময়ে পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা পেতে চেষ্টা করুন। কথা বলছে কারা? কোন জায়গায় কনভারসেশন হচ্ছে? কথা বলার টপিক কি?
- এছাড়াও, প্রতিটি সেকশনের আগে সময় দেওয়া হয় প্রশ্ন পড়ার জন্য। এই সময়ে প্রশ্ন পড়ে আগে থেকেই অডিও কেমন (টপিক, সেটিংস) হবে তার ধারনা করা যায়।
- Clue Words গুলোর দিকে খেয়াল করুন। উদাহরণ- however, although, but, beside, and, finally ইত্যাদি। এই শব্দগুলো স্পিকার কি বলবে সেইটা আগেই অনুমান করতে এবং বাক্যের অর্থ বুঝতে সাহায্য করে।
- বিভিন্ন সেকশনের মাঝখানে প্রায়ই রেকর্ডিং এ গ্যাপ থাকে। এই সময়ে পরবর্তী প্রশ্ন গুলোর জন্য প্রস্তুত হতে হবে।
- লিসেনিং পার্টের শেষে ১০ মিনিট সময় দেওয়া হয় উত্তরপত্রে উত্তর লেখার জন্য। সতর্কভাবে লেখতে হবে যাতে বানান ও ব্যাকরণ ঠিক থাকে।
প্র্যাক্টিস-
১। Cambridge IELTS 1-11 (Audio CD)
২। রেজিস্ট্রেশনের পর ব্রিটিশ কাউন্সিল থেকেও নমুনা প্রশ্নের লিঙ্ক দেওয়া হয়। এইগুলা সল্ভ করা ভালো।
No comments:
Post a Comment