Tuesday, November 29, 2016

GRE প্রস্তুতি - Dos and Don'ts

জিআরই ৩১৫+ স্কোর তোলা খুব একটা কঠিন ব্যাপার না যদি প্লানমাফিক প্রস্তুতি নেওয়া হয়। কোন ব্যাপারে জোর দেওয়া লাগবে আর কি ম্যাটেরিয়ালস ফলো করতে হবে মাথায় রাখলে ৪-৬ মাসে ভালো স্কোর তোলা সম্ভব :)
১। প্রচুর ওয়ার্ড মুখস্ত করার প্রতি কম জোর দেওয়ার পক্ষপাতি আমি। ৫০০০ ওয়ার্ড মুখস্ত করে ৩১০ ক্রস করতে না পারার মাল্টিপল রেকর্ড দেখেছি। একজন ৩০০০ ওয়ার্ড পড়ে ৩ বার জিআরই দিসে, ভারবাল স্কোর ১৪৬। ওয়ার্ড পড়ার দরকার আছে, বিশেষ করে SE & TC সেকশন এর জন্য। কিন্তু বাস্তবতা হলো কোন লিস্ট থেকে কমন পড়বে এইটা কেউ বলতে পারে না, এবং ৬ মাসে এত শব্দ পড়ে পরীক্ষার হলে উত্তর করা সহজ কাজ না। যাদের শব্দভাণ্ডার আগে থেকেই সমৃদ্ধ, তাদের জন্য সুবিধা, কারণ অনেক দিন ধরে জানা শব্দ আর নতুন শব্দের পার্থক্য আছে।
তাহলে করনীয় কি? যাদের সময় আছে হাতে, ইংরেজি বই, পত্রিকা, ম্যাগাজিন পড়া শুরু করা ভালো। এইটা RC, AWA, IELTS/TOEFL-Reading, Writing সব জায়গাতেই কাজে লাগবে। যাদের সময় কম, তারা অন্তত দিনে ৩০ মিনিট সময় রিডিং পড়ার জন্য রাখলে ভালো। 

ওয়ার্ডলিস্ট অনেকগুলা আছে, কোন ডেফিনিট উইনার নাই। বেছে বেছে ১২০০-২০০০ শব্দ পড়া যথেষ্ট। আমি পড়েছিলাম Barron's 800, Kaplan's 400, Princeton Hitlist. রিপিট বাদ দিয়ে ১২০০-১৩০০ এর মত শব্দ। অনেকে WordSmart সাজেস্ট করেন, ওই লিস্টটাও ভালো।
SE & TC টিপস এর জন্য Manhattan Prep 8 দেখা যেতে পারে।

২। যেহেতু SE & TC সেকশন অনেকটাই হিট অর মিস টাইপ, RC সেকশন ওই তুলনায় সেফ। একই সাজেশান- ইংরেজি পড়ার অভ্যাস তৈরি করা। এইটা অনেক বেশি উপকারী রিডিং স্পিড বাড়ানোর জন্য (and trust me, you'll need that speed)। RC তে ভারবাল এর ৫০% নম্বর, তাই এইখানে ভালো করলে, অভারল ভালো করা সহজ হয়।
RC প্র্যাকটিস এর জন্য Manhattan 5lb খুব ভালো। আর টিপস এর জন্য Manhattan Prep 7. এক্টিভ রিডিং মেথডটা খুব ভালো কাজে দেয়, বিশেষ করে লং পাসেজ এর জন্য (ref. Manhattan Prep 7).

৩। ম্যাথ এঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য সহজ সেকশান। তবে সময় যাতে কম লাগে তার জন্য প্র্যাক্টিসের দরকার আছে। স্পেসিফিক কোন সেকশন এ দুর্বলতা থাকলে ওই বিষয়ে Magoosh এর ভিডিও দেখা যেতে পারে। ওরা খুব সহজ ভাবে ব্যাখ্যা করে সব টপিক।
বই- Nova Math Bible, Manhattan 1-6, Manhattan 5lb, Princeton 1007.

৪। AWA কে আমাদের দেশে খুব কম গুরুত্ব দেওয়া হয়। পারসেন্টাইল স্কোর দেখলেই বুঝা যায় আমাদের স্কোর এভারেজের বেশ নিচে। অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করার সময় AWA requirement দেওয়া থাকে। অন্তত ৩-৩.৫ রাখার চেষ্টা করা উচিত। আর খুব একটা কঠিন না এইখানে ভালো করা। ১০-১৫ দিন সময় এই সেকশনের জন্য রাখলে ভালো।
- কতগুলো প্যারাগ্রাফ লেখবেন এইটা আগেই প্লান করে রাখতে হবে (Intro & Conclusion মাস্ট)
- অটোকারেক্ট নাই, তাই বানানের ব্যাপারে সতর্ক থাকা উচিত। তবে GRE তে বানানের চেয়ে লজিক, অ্যানালাইসিস বেশি গুরুত্বপূর্ণ।
- যত বেশি লেখা যায় তত ভালো। ৪০০-৫০০ ওয়ার্ড টার্গেট রাখতে হবে।
- Coherence & Cohesion খুব গুরুত্বপূর্ণ। লিঙ্কিং ওয়ার্ড এর লিস্ট আছে প্রায় সব বইতেই, ওইগুলা দেখতে হবে।
বই- Manhattan Prep 7, GRE Official Guide. এছাড়াও ETS এর দেওয়া ২৫০ টা AWA টপিক এর সলুশান ও পাওয়া যায় পিডিএফ আকারে।

৫। মক টেস্ট দিতে হবে যত বেশি পারা যায়। পাওয়ারপ্রেপ এর দুইটা টেস্ট এর স্কোর আর আসল পরীক্ষার স্কোর সাধারণত খুব কাছাকাছি হয়। কাপলান এর ৫ টা টেস্ট আছে-একটা ফ্রি, বাকিগুলা প্রিমিয়াম এক্সেস লাগে (আমি চিপা দিয়ে এক্সেস নিসিলাম  এখন করা যায় কিনা জানিনা)। Official Guide এর সাথে ৪ টা টেস্ট দেওয়া থাকে। পেপার বেজড হলেও দেওয়া ভালো। বই এর শেষে প্রতিটা প্রশ্নের স্ট্যাট দেওয়া আছে- প্রশ্ন কঠিন নাকি সহজ, অন্য পরীক্ষার্থীরা অতীতে কেমন করেছিল ইত্যাদি দেখা যায়।

৬। সবশেষে, আমার পরামর্শ থাকবে প্রিপারেশান কমপ্লিট না করে পরীক্ষা না দিতে। এতে করে আশানুরূপ স্কোর না আসলে হতাশ হয়ে যাবার বিশাল সম্ভাবনা আছে। কোচিং করাটা বাধ্যতামূলক না, তবে পড়ার সাথে পার্টনার থাকা হাইলি রেকমেন্ডেড। একা একা এই বন্ধুর পথ (!) পার হওয়া বড়ই কঠিন।
আমার জিআরই প্রিপারেশন (৩-৪ মাসের মত)-
বইঃ
১। ETS GRE Official Guide
২। Manhattan 1-8
৩। Nova Math Bible
৪। Manhattan 5 lb Practice Problems
৫। Princeton 1007
ওয়ার্ডলিস্টঃ Barron's 800, Kaplan's 400, Princeton Hitlist (total around 1300)
মকটেস্টঃ
- ETS Official Paper Based- ১ টা (৩২৭)
- Kaplan- ২ টা (৩২২, ৩২৬)
- PowerPrep II- ২ টা (৩২১,৩২৪ )
----------------------------------------
GRE score: 323
(ডিসক্লেইমারঃ ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখা, কোন ডেফিনিটিভ সলিউশান/মেথড না  প্রত্যেক পরীক্ষার্থীর সিস্টেম আলাদা হয়। )

No comments:

Post a Comment