জিআরই ৩১৫+ স্কোর তোলা খুব একটা কঠিন ব্যাপার না যদি প্লানমাফিক প্রস্তুতি নেওয়া হয়। কোন ব্যাপারে জোর দেওয়া লাগবে আর কি ম্যাটেরিয়ালস ফলো করতে হবে মাথায় রাখলে ৪-৬ মাসে ভালো স্কোর তোলা সম্ভব
:)
![](https://www.facebook.com/images/emoji.php/v6/f4c/1/16/1f642.png)
১। প্রচুর ওয়ার্ড মুখস্ত করার প্রতি কম জোর দেওয়ার পক্ষপাতি আমি। ৫০০০ ওয়ার্ড মুখস্ত করে ৩১০ ক্রস করতে না পারার মাল্টিপল রেকর্ড দেখেছি। একজন ৩০০০ ওয়ার্ড পড়ে ৩ বার জিআরই দিসে, ভারবাল স্কোর ১৪৬। ওয়ার্ড পড়ার দরকার আছে, বিশেষ করে SE & TC সেকশন এর জন্য। কিন্তু বাস্তবতা হলো কোন লিস্ট থেকে কমন পড়বে এইটা কেউ বলতে পারে না, এবং ৬ মাসে এত শব্দ পড়ে পরীক্ষার হলে উত্তর করা সহজ কাজ না। যাদের শব্দভাণ্ডার আগে থেকেই সমৃদ্ধ, তাদের জন্য সুবিধা, কারণ অনেক দিন ধরে জানা শব্দ আর নতুন শব্দের পার্থক্য আছে।
তাহলে করনীয় কি? যাদের সময় আছে হাতে, ইংরেজি বই, পত্রিকা, ম্যাগাজিন পড়া শুরু করা ভালো। এইটা RC, AWA, IELTS/TOEFL-Reading, Writing সব জায়গাতেই কাজে লাগবে। যাদের সময় কম, তারা অন্তত দিনে ৩০ মিনিট সময় রিডিং পড়ার জন্য রাখলে ভালো।