Tuesday, November 29, 2016

GRE প্রস্তুতি - Dos and Don'ts

জিআরই ৩১৫+ স্কোর তোলা খুব একটা কঠিন ব্যাপার না যদি প্লানমাফিক প্রস্তুতি নেওয়া হয়। কোন ব্যাপারে জোর দেওয়া লাগবে আর কি ম্যাটেরিয়ালস ফলো করতে হবে মাথায় রাখলে ৪-৬ মাসে ভালো স্কোর তোলা সম্ভব :)
১। প্রচুর ওয়ার্ড মুখস্ত করার প্রতি কম জোর দেওয়ার পক্ষপাতি আমি। ৫০০০ ওয়ার্ড মুখস্ত করে ৩১০ ক্রস করতে না পারার মাল্টিপল রেকর্ড দেখেছি। একজন ৩০০০ ওয়ার্ড পড়ে ৩ বার জিআরই দিসে, ভারবাল স্কোর ১৪৬। ওয়ার্ড পড়ার দরকার আছে, বিশেষ করে SE & TC সেকশন এর জন্য। কিন্তু বাস্তবতা হলো কোন লিস্ট থেকে কমন পড়বে এইটা কেউ বলতে পারে না, এবং ৬ মাসে এত শব্দ পড়ে পরীক্ষার হলে উত্তর করা সহজ কাজ না। যাদের শব্দভাণ্ডার আগে থেকেই সমৃদ্ধ, তাদের জন্য সুবিধা, কারণ অনেক দিন ধরে জানা শব্দ আর নতুন শব্দের পার্থক্য আছে।
তাহলে করনীয় কি? যাদের সময় আছে হাতে, ইংরেজি বই, পত্রিকা, ম্যাগাজিন পড়া শুরু করা ভালো। এইটা RC, AWA, IELTS/TOEFL-Reading, Writing সব জায়গাতেই কাজে লাগবে। যাদের সময় কম, তারা অন্তত দিনে ৩০ মিনিট সময় রিডিং পড়ার জন্য রাখলে ভালো। 

Monday, November 28, 2016

IELTS Listening

লিসেনিং এ ভালো করা তুলনামূলক ভাবে সহজ। ইংরেজি মুভি, গান, সিরিয়াল, ইউটিউব ভিডিও দেখার+শোনার অভ্যাস থাকলে অল্প প্র্যাক্টিস করেই ৭.৫ - ৮ (এমনকি ৯ ও) তোলা সম্ভব।
যাদের অভ্যাস নেই, এখন থেকেই যত পারা যায় উপরোল্লিখিত কাজ গুলো করতে হবে। এইগুলোর পাশাপাশি নিচের স্টেপ গুলো অনুসরণ করলে পরীক্ষায় স্কোর বাড়বে।
- চেষ্টা করতে হবে মনযোগ যেন কোনভাবেই অন্যদিকে না যায়। বাকি ৩ সেকশনের চেয়ে অনেক বেশি একাগ্রতা দরকার এইখানে। কয়েক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হলেই ২-৩ টা প্রশ্ন মিস হয়ে যেতে পারে।
- লিসেনিং সেকশন এ প্রশ্ন শুরু হওয়ার আগে ছোট ইন্ট্রো থাকে, যেখানে ডায়ালগ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়। এই সময়ে পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা পেতে চেষ্টা করুন। কথা বলছে কারা? কোন জায়গায় কনভারসেশন হচ্ছে? কথা বলার টপিক কি?
- এছাড়াও, প্রতিটি সেকশনের আগে সময় দেওয়া হয় প্রশ্ন পড়ার জন্য। এই সময়ে প্রশ্ন পড়ে আগে থেকেই অডিও কেমন (টপিক, সেটিংস) হবে তার ধারনা করা যায়।