Wednesday, May 10, 2017

IELTS Reading | Part - I

বেশ কিছু পরীক্ষার্থীর কাছে শুনে মনে হয়েছে রিডিং সেকশনটা অনেকের কাছেই IELTS/TOEFL এর সবচেয়ে কঠিন অংশ। তবে আমার মতে, এই সেকশনে ভালো করা তুলনামূলক ভাবে সহজ। অন্তত ব্যক্তিগত অভিজ্ঞতায় তাই মনে হয়েছে।
এই সেকশনের সুবিধাঃ সব প্রশ্নের উত্তর যেহেতু প্যাসেজ এর মধ্যেই খুঁজে পাওয়া যায়, এই সেকশনে  উত্তর ভুল হওয়ার সম্ভাবনা কম।
অসুবিধাঃ হটাৎ করে ভালো করে ফেলা সম্ভব না, ইম্প্রুভ করতে সময় লাগে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নির্ধারিত সময়ে প্যাসেজ পড়ে শেষ করা।

করনীয়ঃ
১। রিডিং এ ভালো করার জন্য পড়ার বিকল্প নেই। বারবার অনুশীলন করে (কেমব্রিজ বা অন্যান্য বই) স্কোর কিছুটা ভালো করা সম্ভব, কিন্তু বড় স্কেলে উন্নতির জন্য বেশি বেশি ইংরেজী পড়তেই হবে। যদি আপনার লক্ষ্য থাকে স্কোর ২৮ থেকে ৩২ করবেন, তাহলে বারবার পরীক্ষা দিয়ে, কিছু শর্টকাট অনুসরণ করে তা করতে পারবেন। তবে যদি লক্ষ্য হয় ২৮ থেকে ৩৮, তাহলে আপনার রিডিং স্কিল বাড়ানো ছাড়া উপায় নেই। আর এর জন্য প্রতিদিন কিছু না কিছু ইংরেজী পড়া দরকার। গল্পের বই, পত্রিকা, ম্যাগাজিন, ব্লগ পোস্ট- যা ভালো লাগে অন্তত ২০-৩০ মিনিট পড়লে রিডিং স্পীড বাড়বে। পাশাপাশি, পড়ে বুঝার ক্ষমতাও বাড়বে।